এক-


       স্বপ্নেও দেখি
   তোমার ভেংচি ঠোঁট


ভাংচিতেই বাঁধলে তুমি
      অন্য জোট ।


দুই-


ঝড় বৃষ্টি হয়
     আকাশের রঙধনুতে।
স্নিগ্ধ ফুল ফোটে
       মনের রেনুতে।


তিন-


দুখ্খো মনে -
    কষ্টের হিমালয় গলে
ঝরে পড়ে চোখের ঝরনায় -
    ফোটাফোটা।


চার-


...  চতুর্দিকে
আঁধারের প্রান্ত খুঁজে ফিরি


দুঃখো কষ্টে বৃত্তবন্দী আমি,
     নিঃসঙ্গ।


পাঁচ-


ফুলের পরাগ রাঙায়
  প্রজাপতি ডানা


  রেনু-কুঁড়ি হলে
প্রজাপতি পাখা বিবর্ন।