গনগনে এই রোদ দিয়েছ বলে
অযুত নিযুত উত্তাপে পথ্ চলা
সাধের ঘাটে শখ্ করে আঁন্ধারে
একলা রয়ে তোমায় কথা বলা ll


সব ভুলেছি চাঁদবদনে ওগো
চলছি যেন তোমার পিছু পিছু
জড়িয়ে ধরে তিন ছটাকের মোহ্
হয়নি বলা সাত জনমের কিছু ll


ঝঞ্ঝাটেরা কেবলই গোল বাধে
গোল বাধে ওই শেষ পারাণিঘাট
মল্লা মাঝির গনগনে উত্তাপে
মাতন ডিঙায় সাধের দোকানপট ll


হয়নি বলা প্রথম যেদিন তুমি
ঠায় দাঁড়িয়ে একলা গাঁয়ের পথ
চোখ কেঁপেছে ঠোট কেঁপেছে আর
ইচ্ছেগুলোর না হোক পারাপার II


না হয় কাঁপুক ক্ংক্রীটে ঘর দোর
স্বপন বুনে ক্ষেত পোয়াতের কেউ
আমার ঘরে রোদ্দুরে পাত্ ফেলে
শান্তিতে শোয় চাষার ঘরের বৌ ll