পথশিশুদের ঠিকানা নেই
ঘুরে বেড়ায় পথে পথে,
নোংরা ছেঁড়া কাপড় পরে
ভিক্ষার থলে নিয়ে হাতে।


তবুও তারা থাকে অনাহারে
সারাদিন ঘুরে পথে পথে,
ডাস্টবিনের নষ্ট খাবার খেয়ে
জীবন চালায় কোনোমতে।


রাত হলে ঘুমায় ফুটপাতে
মশা-মাছি দেয় যে হানা,
কতো স্বপ্ন আঁকে আধোঘুমে
যে স্বপ্ন কখনো পূরণ হয়না।


মাঝে মাঝে কতো পথশিশু
নীরবে চোখের পানি ফেলে বলে,
মোরা লেখাপড়ার সুযোগ পেলে
দেশকে উন্নত বিশ্বে ধরতাম তোলে।


হতে পারে ওরা পথশিশু
বাঙালি জাতি বলে কথা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যে জাতির মহান পিতা।


তাই আমার বিনীত প্রার্থনা
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি,
পথশিশুদের বিষয়টিকে
একটু দেখবেন যথারীতি।