কত গ্রাম ভাসছে
আজ গঙ্গার জলে,
কলার ভেলা করে
বাড়ি ছেড়ে সব
যাচ্ছে দলে দলে
যাবার কোনো
ঠিকানা নেই
শুধু দুটো অন্নের আশা
এত জল তবু
মিটছে না পিপাসা।
মুখে কোনো কথা নেই
খালি উদাসীন চোখে
সবার মুখ শুধু দেখে
মাচার উপর বসে
জিজ্ঞেস করলাম এক বুড়িকে
ঘরে তোমার আছে কে কে?
বাবু সাথে ছিল এক নাতি
জানি না কোথায়
ভেসে গেছে কাল রাতি
দেখোনা বিকেল হয়েছে
এখনও ফিরল না বাটী
খাবারের থলি ধরায়ে হাতে
বললাম আমি তারে
খোঁজ করে দেখি
যদি পায় ঐ পারে
দিয়ে যাবো তোমার তরে।