ইসকুল আমার কাছে পড়তে আসে,
আমি তাদের কুফলসহ কুকর্ম শিখাই।
কলেজ আসে আড্ডা দিতে,
তাদের ১ থেকে ১০০ লিখাই।
প্রয়োজনে নব-ভারসিটি আইছিল একবার,
তারে চিনাইছিলাম ছফা, মান্টো, শংকর।
দুই দিন পর, চার দিনের ভারসিটি কয়,
আপনি আমার কাছে বিহারীবাবু, আর কিছু নয়।
ভারসিটি প্রতিজ্ঞা কইরা কথা কয় না, নয়তো চুপ থাকে,
ওর মায়ে করে আফসোস, আর বাপে কান্দন চাইপা রাখে।
সব ভুইলা যে মেয়ে প্রেমিকের বুকে মাথা গুজে,
রবি ঠাকুর খুইলা সে, অকারণে আমারে খুঁজে।