" দু'ছটাক  ভালোবাসা  কিনতে চাই"
লিখা এবং আবৃত্তিতে মানিক পাল


দু 'ছটাক ভালোবাসা কিনতে চলে এলাম বড় বাজারে,
দু'এক জন কে  থামিয়ে বলি -
দাদা ভালোবাসা বিক্রির দোকানটি কোথায়
বলবেন দয়া করে ?


ক'জনের  ঘাড় ফেরানো তাচ্ছিল্লের প্রশ্ন ,
দাদার  কি মাথা খারাপ ?
রকে বসা মস্তান ছেলেটিও বিদ্রুপে নিশ্চিত,
কাকা নির্ঘাত  রাঁচী ফেরত !


রং চিটকে যাওয়া খিড়কির সামনে পত্রিকায় নিমগ্ন দাদু
হাই পাওয়ার চশমায় মাথা উঁচিয়ে বলে -
চলে যান বাঁ পাশের সরু গলিটা ধরে
আমার বিশ্বাস দোকানটি পেয়ে যাবেন
কর্পোরেশনের ডাস্টবিনের আসে পাশেই ।


জীর্ন ফটকের ভালোবাসার দোকানটি পেয়ে গেলুম
জ্বলজ্বলে সাইনবোর্ডে হাঙ্গামা স্টোরের পাশেই,
যেন চোলাই মদ বিক্রির নিষিদ্ধ দোকান
পুলিশের ভয়ে মুখ গুঁজে আছে দু'হাঁটুর মাঝেই।।


দোকানিকে বললুম - দোকানের সাইনবোর্ড নেই কেন ভাই ?
বললো , ভালোবাসা বিক্রির সরকারি অনুজ্ঞায় বারণ তাই।
হাঙ্গামা আর হুজ্জুতির মশলা লাগে বেশি একালের রাজনীতিতে
ভালোবাসার কাটতি যদি ভুল করে দেয় রাজনীতির দাবার চালকে?


বললুম , কি ভালোবাসা পাওয়া যায় ভাই তোমার এই দোকানে ?
কেন, সবইতো তাকে সাজানো আছে ঠিক আপনার পেছনে।


কোন ভালোবাসা চাইছেন আপনি ?
প্রেমিকার না বান্ধবীর ভালোবাসা?
স্বার্থের না প্লটোনিক ভালোবাসা?
অর্ধাঙ্গিনীর না পরকীয়া ভালোবাসা?
সংসারের না নিঃসঙ্গতার ভালোবাসা?
সন্তানের না অফিস বসের ভালোবাসা?
মানবিক না ঈশ্বরের ভালোবাসা?
বলুন, কোনটি চাই আপনার ?


ফিশ ফিশিয়ে বললুম -
কোন মালটি কাটছে বেশি এখনকার বাজারে,
আর কোনটিই বা বাজারে এখন প্রচন্ড রিডাকশনে ?


ঘাড় উঁচিয়ে দোকানি বললো - পরকীয়া ভালোবাসা নেই এখন স্টকে,
পেলেও পেতে পারেন উঁচু দাম দিয়ে পার্ক স্ট্রিটের ব্ল্যাক মার্কেটে।
ঈশ্বরের ভালোবাসার সোল এজেন্সি শুধু
পুরুত পাদ্রী আর মাওলানাদের মাঝে,
সন্তানের ভালোবাসার সাপ্লাই কমে গেছে
যবে থেকে ওরা দেশ ছাড়ছে বেশি কমানোর কাজে।


প্রেমিকার চেয়ে বান্ধবী প্রেমের চাহিদা বেশি বাজারে
সবাই চায় কমিটমেন্ট বিহীন ভালোবাসা পেতে সহজে।
নিঃসঙ্গতার ভালোবাসা বিকি হয় বেশি
ডিভোর্সী আর ব্যর্থ প্রেমিকদের কাজে
চাকুরীর গাছে জল দিতে চাই
বসের ভালোবাসা কবজের মাঝে।


মানবিক প্রেম কেননা কেউ আর এখন
পড়ে আছে পাশের গুদামে,
বিকাতে পারবোনা তাই
বছর চার ধরে লাগিয়েছি রিডাকশনে।
কই বাবু, এখনো ত বলছেন না
কোন ভালোবাসাটি কিনতে চান আপনি ?


পকেটে হাত ঢুকিয়ে রেস্ত পরখে বললুম
মানবিক প্রেম দু'ছটাক আমায় বেঁধে দাও ভালো করে,
বিলি করে দেব সোনাগাছি মোড়ে বাবুদের ধরে ধরে।


ভাষা হীনতায় থমকানো মুখ মন্ডলে
উৎফুল্লতা যেন ঢেকে আছে তার প্রচ্ছন্নতার আড়ালে।
বললো , নিয়ে যান বাবু দু'সের ভালোবাসা
শুধু দু'ছটাকের দাম দিয়ে ।
এ'ভালোবাসা যবে বিকবে পুরোটাই
পৃথিবীকে আর বইতে হবেনা অমানুষদের কাঁধে নিয়ে।