কেন আমি শুধরাইনি বহুদিন পরেও,
কত দিবস কত রজনী কেটে গিয়েও।

ভাঙ্গা গড়ার এই রাস্তায়, শুধু সস্তায়
হেটে গেছি কারণে অকারণে পস্তায়।

কেউ পেয়েছে আমি পাইনি বলে,
ভুল করে চলেছি বড় কৌশলে।

খেয়াল করি নি হটাৎ থেমে গেছি,
চলার পথে ভুল হয়ে আছে স্মৃতি।