নারী -
বিছিয়ে আছি পৃথিবীর মত।
ঘাস হয়ে ছড়িয়ে আছ আমার বুকে।
সময়ের হিসেবে তুমি
অনেক ছোট আমার চেয়ে।
ভেবেছিলে কখনও
পৃথিবী না থাকলে ঘাস
জন্ম নিত কোথায় ?
জানি তুমি বলবে
ঘাস না হলে পৃথিবীর
শৃঙ্গার হত কীভাবে ?


চল  অমিত্রাক্ষর
কিছুটা পথ নাহয় হাঁটি একসাথে
সঙ্গম থেকে হিমবাহ
হাঁটি নাহয় আজ উল্টোপথে।


নর -
অনেক সহস্রাব্দ পেরিয়ে এসেছি
আমরা একসাথে,  জানি আমি।
পথের প্রতিটা বাঁকে
আজো হয়ত পাওয়া যাবে
আমাদের ফেলে আসা চরণচিহ্ন।


শুধুমাত্র তোমার জন্য চিত্রা
কফিনে ভরেছি সময়
মমি হয়ে আছে অনুভুতিগুলো
মরুর পথে যেতে যেতে
যেদিন ডুবে যাবে সূর্য
কোনো আগামী পথিকের
জন্য রেখে যাব অসমাপ্ত অনুরোধ
পিরামিডের শূন্য গহ্বরে
আমাদের স্মৃতি ডানায় জড়িয়ে
চামচিকা উড়ে বেড়াক অনন্তকাল।