নয় মুজিবের গোপালগঞ্জ
কিংবা জিয়ার বগুড়া,
আজ আমাদের বাংলাদেশ
আজ বিজয়ী আমরা।
এই আমরা নয়তো শিবির
লীগার কিবা ছাত্রদল,
বীর-শহীদের রক্তে উদিত—
পুষ্পশোভিত তরুণ দল।

হানবো মোরা সকল বাধা
গড়বো নতুন বাংলাদেশ,
সাম্য-প্রিতির এ বন্ধনে
শেষ হবে সব বিদ্বেষ।
আসবে আসুক যতই বিপদ
ছাড়বো না তবু ন্যায়ের পথ,
নতুন রবির কিরণতলে—
মোরা এই নিয়েছি শপথ।