পূব আকাশে মেঘ করেছে, নামছে ঝরে বৃষ্টি
জানালা দিয়ে হাত বাড়িয়ে ভিজাও তোমার দৃষ্টি।
ঐ চোখে কি কাজল গলে? বৃষ্টি ফোঁটা চোখে?
ভিজবো বলে যাই পাহাড়ে, একলা বসে থাকি।


শেষ বিকেলে বৃষ্টি নামুক মেঘের আকাশ ভেঙ্গে
তোমার কথাই পড়ে মনে, আমার থেমে থেমে।
কাগজ দিয়ে নৌকা বানাও কোথায় ভাসাও জলে?
আমার নামে ভাসিয়ে দিও বৃষ্টি থেমে গেলে।


বর্ষা নামে আমার হয়ে ভিজিয়ে দিলো তোমায়
বেলকনিতে দাড়িয়ে আছো, মনে পড়ে আমায়?


আমার তো খুব মনে পড়ে চোখ দিয়ে তাই বৃষ্টি ঝড়াই
কল্পনাতে নীল শাড়িতে তোমায় আমি বউ সাজাই।
কি আর আছে কল্পনাতে বস্তবতার মিথ্যে বড়াই
ভাবতে চাইলেই ভাবতে পাড়ি দু চোখ দিয়ে বৃষ্টি নামাই।


যখন খুব বৃষ্টি নামে তোমার স্মৃতিই মনে পড়ে
একসাথে খুব বৃষ্টি ভেজা নীল শাড়ি আর পান্জাবিতে
এই শহরে বৃষ্টি হলে ভিজতাম আমরা রিকশা চরে
আমার যে খুব মনে পড়ে, আজ যখন বৃষ্টি নামে।