একদিন আমাদের আবার দেখা হবে
হয়তো প্রাচীন কোন প্রাচীরের পাশে
যেথায় পুরনো জমাট গন্ধ, শেওলা পড়া দেয়াল
আমাদের দেখা হবে আবার।


সিগ্ধ দুপুরের কড়কড়ে রোদে বিজন গ্রামে
হয়তো ছলছল বয়ে চলা নদীর তীরে
রাখালের বাশীর সুর, ছায়া সুনিবিড় বট তলে
একদিন ঠিক আমাদের দেখা হবে।
প্রথম বর্ষায় ভিজে যাওয়া পাখি
আবার হবে দেখা তাই পথ চেয়ে থাকি।
দফতরির ঘণ্টা বাজে, যখন হয় স্কুল ছুটি
সাদা-সবুজ পোশাকে শহরের ভেজা পথে বালিকা
এবার শ্রাবণে বিষাদ লগনে হবে কি দেখা?
আমি আশায় বুক বাঁধি,দেখা দাও সখী।


একদিন আমাদের আবার দেখা হবে
বৈশাখী ঝড়ে, নীল শাড়ি গায়ে
তোমার দেয়া সাদা পাঞ্জাবি
শহরের বুকে ঝড় তোলা সহজ
আমার বুক পকেটে তোমার দেয়া কাগজ
ভালোবাসো!  কত অবলীলা মিথ্যে বলা যায়!
আবার কবে দেখা হবে? এ আশায় দিন চলে যায়।


দেখো, একদিন আমাদের আবার দেখা হবে
সেদিন হবো ভিন্ন পথের অভিযাত্রী
দেখেও না দেখে চলে যাবো গন্তব্যে
সেদিন  চোখে শ্রাবণের বর্ষণ সারা রাত্রী
তোমার দেয়া কাগজ আজো রাখি বুক পকেটে
দেখা হলে বলবো, এতো অবলীলায়  মিথ্যে কেন বলতে?