আমি তোমার কেউ না, সত্যি বলছি!
অতপর নীল দিগন্তে বেদনার দাগ
তোমায় ভেবে শ্রাবণের বর্ষণ
তোমার জন্য ক্ষনিকের আয়োজন
এরপর বলো, আমি কে?
আমি কেউ না! সত্যি বলছি আমি তোমার কেউ না।


তোমার জন্য বাগিচা ভরা লাল নীল আকাশি পুষ্প
মন খারাপের দেশে বিকেল বেলার পাখিরা ডেকে ডেকে তুষ্ট।
আজ তোমার নামে গোধূলি দুপুর
তোমার জন্য সন্ধ্যা নামে
তোমার উদ্দেশ্যে পথের পর পথ হেঁটে যাচ্ছি
কারণ আমি তোমার কেউ না, সত্যি বলছি!


এ সমুদ্রের নোনা জল রূপালি আলোয় চকচকে
তোমার ঠোঁটের অবয়ব আমার চোখে ভাসে
সমুদ্রের ফেনা তুলে নিয়ে হাতে রেখে জান
তোমার নামে দিলেম ঢেলে এক সমুদ্র অভিমান
এরপর বলো আমি কে?
আমি  কেউ না, সত্যি বলছি! আমি তোমার কেউ না।