দুঃখের ব্যাবসায় করবো,
আমার কাছে অনেক দুঃখ আছে-
লাল দুঃখ, নীল দুঃখ আর ছলনাময়ী প্রেমিকার দেয়া যে দুঃখটা সেটাও আছে।


চাইলে জননীর শেষ নিঃস্বাস ছেড়ে যাওয়ার পর-
যে দুঃখ বাতাসে ভাসে সে দুঃখ ও পাবে,
মাথার উপর কংক্রিটের ছাদ যে বাবা
তার অভিমানী আত্মসমর্পণের দুঃখ,
বিধবা বোনের স্বামী মরে যাওয়ার দুঃখ,
ব্যাচলর কিশোরের মধ্যাহ্নের দুঃখ,
প্রবাসীর স্ত্রীর নির্ঘুম রাতের দুঃখ,
ইন্টারভিউয়ের টেবিলে বারবার পরাজিত-
যুবকের চাকরী না পাওয়া দুঃখ,
অনাথ শিশুর পারিবারিক দুঃখ-
কিংবা ঈদের রাতে বৃদ্ধার বৃদ্ধাশ্রমের দুঃখ-
সব দুঃখ ফেরি করি শহরের রাজপথে!
আমার তো সব দুঃখের কারবার
এসো খরিদ করো কিছু, একদম সস্তা-
তবে এক দাম কম হবে না।


চাইলে খরিদ করতে পারো পাইকারী দামে,
খুচরা কিনলে একটু বেশী,
নতুন দুঃখের সেম্পল ফ্রিতেই দেখবে,
কি, আমার বলছো?
এতো দুঃখ কোথায় পেলে?
আমি তো আছি অনেক সুখে
অন্য কারো দুখের কারণ হয়ে।