আমার বুক পকেটে রাখা নদীটার খবর জানো?
তোমাকে সব দিয়ে দিয়েছিলাম প্রেম, দুঃখ ভালোবাসা,
শুধু এই নদীটা দেয়া হয়নি,
নদীটা দেয়া হয়নি বিষন্ন তীমিরে কাঁদবো বলে।
এছাড়া সব দিয়ে দিয়েছিলাম যা ছিলো,
তোমাকে দিয়ে ছিলাম আমার শৈশবের আকাশ-
নীল আকাশে ভেসে থাকা শরতের মেঘ-
মেঘের উপরে বাসা বাধা মেঘ কুমারী।


তোমাকে দিয়ে ছিলাম শ্যামল বন
তোমার জন্য এনেছিলাম সমুদ্র সমান অভিমান।
পাহাড়, পাহাড়ের ঢালে ঝর্ণা হিমেল জল
সব তোমায় দিয়ে ছিলাম মনে পড়ে?


তোমাকে দিয়েছিলাম যান্ত্রিক শহরের কোলাহল
শ্মশানের নিস্তব্ধতা, আমার হৃদয়ের আর্তনাত
তোমায় দিয়েছিলাম রাতের ভেজা স্বপ্ন।
আমার আকাশ তোমায় দিয়েছিলাম,
আকাশের গহীনে ডুবে থাকা জ্বল জ্বল তারকা-
আমি জানতাম কোন নক্ষত্র কোথায় থাকে-
কে কবে হারিয়ে যায়, কে উল্কা হয়ে মিলে যায় বাতাসে।
শুধু জানতাম না তুমি ও হারিয়ে যাবে!
আমি আমার মৃত্যু তোমায় দিয়েছিলাম
যেদিন তুমি অন্য কাউকে ভালোবেসে ফেললে।


আমার নীল আকাশে তোমায় ঘুড়ি বানিয়ে উড়িয়েছিলাম
জানতাম তুমি সুতো ছিড়ে উড়ে যাবে অন্য আকাশের ভাজে।
তোমায় না পাওয়ার জন্য ই ভালবেসেছিলাম
দুঃখ পাবার জন্য ই প্রেমে পড়েছিলাম।
আর কত সিগারেট হাত পড়াবো বলো?
এবার না হয় তোমার শাড়ী পুড়ে যাক আয়রনে,
আমার নদী আমারই থাকুক
তোমার জন্য প্রতীক্ষা হোক শেষ
ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠুক আমার বেদনা,
তুমি ভালো থাকো সুখে থাকো
নিয়ে তোমার নতুন ভালোবাসা।