যদি পারতাম সময়কে কইতাম একটু ধীরে চলো,
যদি পারতাম অনেক কিছুই কইরা ফেলতাম-
শহরের বাস, ট্রাক পানির স্রোত
সবাইরে কইতাম থাইমা যাও।
বৃষ্টিরে কইতাম আরো আস্তে আস্তে পড়ো,
বাতাস রে কইতাম এতো জলদি ক্যান?
যদি পারতাম তোমারে কইতাম আমার হাতটা ধরো।


এই মুহুর্ত জাদুঘরে রাইখা দেয়োন যায় না?
এই সময়রে আটকায় রাখোন যায় না?
এই স্রোত কে অপেক্ষা করানো যায় না?
যদি পারতাম সব করতাম তোমার জন্য!
সব নিজের কাছে রাইখা দিতাম কয়েক শতাব্দী
একটু খানি করতাম বাড়াবাড়ি,
তোমার আমার ভালোবাসা নিয়া একটু টানাটানি!


সব বন্ধ কইরা রাখা যায় না ক্যান?
উপরওয়ালা এই ক্ষমতা দিলো না ক্যান?
তোমারে যত্ম কইরা রাখতে যাইয়া
তোমার যত্ন নিতে ভুইলা গেছি।
শেষ রাইতটা তোমার লগে কাটাইতে যাইয়া
সব তারতারি শেষ হইয়া যাইতেছে,
খোদার বরকত উইঠা গ্যাছে সময় থাইকা-
রাইত খুউব তারাতারি কাটতেছে।।


আমি এহন কি করমু?
কেমনে সব আটকায় রাখমু?
কেমনে আরো কিছুক্ষণ আমার কাছে রাখমু তোমারে?
সব চাইলা যায় ছাইড়া আমারে-
কিছুই থাকে না, কিচ্ছু না।