নীল বেদনায়
---------------------


ভেজা কুয়াশায় ঢেকে গেছে শহর
আমার রাত্র কাটে নীল বেদনায়।
দূচোখ জুড়ে নোনা পানির নহর
আমার ঘুমহীন রাত, ভূত যাতনায়।
এ হাতে ছিলো গোলাপ আর শিউলি ফুলের গন্ধ
আজ হস্ত জোড়া ঘুণ পোকা , শুধু একটা সময় যন্ত্র।
টিকটিক টিক টক আওয়াজে ভুল সময়ের শব্দ
ওগো সময় কেন তুমি পাল্‌টালে ওরা পাল্টে  হয় মন্দ?
চোখ জোড়া চেয়ে আছে আকাশের দিকে
যেন চোখ দিয়ে খসিয়ে দেবে নক্ষত্র
আজ চোখ লাল নেশা করে নয়
বিরহ বেদনায় চোখে বারি বয়।
মন আলপিনে পুরোনো স্মৃতি সব হয়ে যায় ফিকে
বিধাতা ঘুম দাও, জীবনের শেষ ঘুম দাও চোখে।


১০ মাঘ ১৪২৯
সময়:১.৫০
তিথি: শুল্ক তৃতীয়া