বুকে হাসনা হেনার মতো শুভ্র ধোঁয়া
আহত বক্ষ সোডিয়াম আলোতে বিষাক্ত ছায়া
বিষাদে আঁকা প্রেম নীল নীল পরকীয়া
তোমার জন্য প্রতিক্ষার প্রহর যায় আবর্তে
বাগানে সাঁজানো থর থরে নাম না জানা কত পরাগ
বকুলের মালা হাতে ষোড়শী ,
তোমার গন্ধ মেশানো বসন্ত বাতাস
এই মন বারেবার শুধু তোমাতেই জড়াক।
স্মৃতিগন্ধা সব খেলা করে মগজে
এ কেমন প্রেম?  ভালোবাসা, নাকি জালিকা?
পৃথ্বীর বাঁধা নিয়ম এসো ভেঙ্গে ফেলি
যদি পারো এসো হাত ধরো
চলো করে ফেলি-
অসাধ্য সাধনের মজা লুফে নিয়ে চলো
এক হই আমরা, এসে হাত ধরো।
ফের সুঁচালো স্বরে এসে বলো ভালোবাসো
সব ভুলে চলো নতুন করে শুরু করি আবারো।


আবার এসে কাঁচের মতো ভেঙে ফেলো আমাকে
জোরা লাগাতে যেন কেঁটে যায়  সহস্র শতাব্দী
এ কেমন ভালোবাসা এতো সহজেই যাই সব ভুলি?
নিকোটিনের তেজ এই কয়েক মহুর্ত মাথায়
কেটে গেলে নেশা তোমার স্মৃতিও হারায়।