আমি হয়তো মরেই যাচ্ছি
অচল হচ্ছে দেহ!
ভালো থেকো প্রিয়
নিয়ে যাচ্ছে বহু দূরে
অনেক দূরে, এক শতাব্দী পথ।
আমায় কিন্তু মনে রেখো
ভালো থেকো প্রিয়।


এক শতাব্দী পরে নক্ষত্র দেখা যায়
বেশ আলো! অনেক আলো
জ্বল জ্বল করছে প্রিয়তমার চোখ
একি তুমি কাঁদছো?
কাঁদবে না একদম, চুপ করো তো!
আমি মরে যাচ্ছি, চলে যাচ্ছি না,


আমি থেকে যাবো তোমার স্পর্শে
আমি থেকে যাবো তোমার ঠোঁটে
তোমার তনুর প্রতিটা বাকে
আমায় পাবে তোমার দেহের
প্রতিটা কৃষ্ণ বিন্দে যার কাছে গেলেই
টেনে নিতো আমায় অনেক কাছে!


আমি থেকে যাবো তোমার হাঁটা পথে
তোমার বাগানে লাগানো হাসনাহেনার মাঝে
আমি থাকবো, আমি মরবো, আমি বেঁচে যাবো।


কথা দেও আমায় যাবেনা কোনদিন ভুলে
করুণা করে একটি বার,
ফুল হয়ে ফুটো আমার সমাধীস্থলে।।