নাসারন্ধ্রে নস্যি ঢেলে ঢেলে
আসক্তি বেড়েছে ঢের অখাদ্যে
সুখাদ্য পাতে না তুলে-
খাদ্যেই অরুচি বেড়েছে ঢের
যেমনটি বেড়েছে-
আচারের বদলে অনাচারে কদর
অতি-আচারের চর্চা ও প্রয়োগেও তাই
অতি সাবলীল এখন প্রতিটি মানুষ-
প্রকৃত প্রস্তাবে মানুষের অবয়বে জলজ্যান্ত পশু সব
বিধাতা দিয়েছে মানুষের দেহ-
মানুষ সাজতে তাই লাগেনা মুখোশ...