আমার ভুবন
জয়শ্রী কর


আমার জগত সীমাবদ্ধ
কেমন করে বলি
এ মনটাকে  সঙ্গী করে
মেপে রাস্তা চলি ।


মনবিহঙ্গের প্রবল গতি
তা তো সবার জানা
কখন কী যে করে বসে
সহস্র তার ডানা।


মনের খোরাক মেটাই আমি
গানবাজনা ক'রে
কখনো বা সৃষ্টি করি
নিজের বুদ্ধি জোরে।


কাজকর্ম সারা হলে
কলম নিয়ে বসি
প্রকৃতি মা সত্যি যেন
রূপসি উর্বশী।


সুন্দরের পূজারী আমি
চলছে উপাসনা
এমনি করে কাটুক জীবন
পেতে সুখের কণা।


© জয়শ্রী কর