আমার জগৎ
জয়শ্রী কর


ভালোবাসি কিনা আমি      জানে সব অন্তর্যামী     কেবা আর বোঝে
সারাদিন থাকি একা     পশুপাখি দেয় দেখা     এসে ওরা খোঁজে।
পুষিমণি এসে দ্বারে     খুঁজে যায় যেন কারে     ঘুম দেয় শুয়ে
বেজিগুলো ভালোবাসে     ছানা নিয়ে ছুটে আসে     যায় বুড়ি ছুঁয়ে।


বাগানে ফুলের মেলা     টগর শেফালি বেলা     ভরে যায় ডালে
ঘুম থেকে জেগে ওঠে     মুখে যেন কথা ফোটে     সোনালি সকালে।
রবির কিরণ ভাসে     ভোরের শিশির ঘাসে     মনে আশা জাগে
জানালায় উঁকিঝুঁকি     সোনারোদ দেয় টুকি     বেশ ভালো লাগে।


পাখিদের কলরব     প্রাণখুলে গায় সব     শুধু চেয়ে থাকা
কোকিলার কুহু গানে     ফুলের সুবাস ঘ্রাণে     কুসুমিত শাখা।
বাঁধে এসে পাখি নীড়     ছানা নিয়ে করে ভিড়     পড়ে আসে বেলা
কত কথা পড়ে মনে     গাই বসে আনমনে     আলো-ছায়া খেলা।


বুলবুলি ডেকে যায়     টুনটুনি সাথে আয়     বাতায়নে বসি
মাধবী মালতী হাসে     আঁধার ঘনিয়ে আসে     নীলাকাশে শশী।