আমার কথা
জয়শ্রী কর


কেমন করে কারে বলি শুনবে কে বা কথা
জমে থাকা মনের কথা বাড়ায় ব্যাকুলতা।
পুঞ্জিভূত জলকণা জমেই থাকে মেঘে
শ্যামলা মেয়ের স্বস্তি মেলে ঝরলে বারি বেগে।


একা একা দিন কেটে যায় ব্যস্ত নানান কাজে
আমার সুরে সুর মেলাতে শিঞ্জিনী কার বাজে?
তারার সাথে আলাপ করি নিশীথ আমার সাথি
শুক ও  শারি জানায় আমায় ফুরিয়ে এলো রাতি।


ঊষাকালে রঙিন আকাশ বলল আমায় ডেকে
কালিমা সব মুছে ফেল অরুণকিরণ মেখে।
আমার কথায় সুর লাগিয়ে ভাসাই গানের ভেলা
কখনো বা গিটার নিয়ে চলে সুরের খেলা।


মনের কথা শোনাই কারে তাইতো ভরাই খাতা
অন্তরালে কে যেন এক আমার শক্তিদাতা।
লিপিবদ্ধ করে গেলাম হৃদয় উজাড় করে
ভবিষ্যতে যদি পড়ে পাঠকের নজরে।


যেসব কথা বলতে চেয়ে হয়নি সেদিন বলা
পাঠক সেসব বুঝবে পড়ে রুদ্ধ হবে গলা।
স্বস্তি পাব সেদিন আমি পূর্ণ হবে আশা
মাতৃভাষা বাংলা আমার সুমিষ্ট এক ভাষা।


© জয়শ্রী কর