.            অপরূপা শরৎ
               জয়শ্রী কর


উড়ে উড়ে যায়       আকাশের গায়
        রাশি রাশি পেঁজা তুলো
অমল আকাশ        শীতল বাতাস
        দুধসাদা মেঘগুলো।


মাঠে মাঠে ধান       সবুজের টান
        দোল খায় কাশফুল
শুধু ফিসফাস         শিউলির বাস
         মাধবী দোদুল দুল।


রোদ ঝলমল         ফোটে শতদল
        রবিপানে চেয়ে হাসে
হিমের পরশ          হৃদয়ে হরষ
        মুকুতার কণা ঘাসে।


পুজো পুজো রব     মেতে ওঠে সব
          ঘরে ঘরে পড়ে সাড়া
কাঠি পড়ে ঢাকে     মা’র আঁখি আঁকে
        কাজে আছে বেশ তাড়া।


উমা এলো ঘরে      রাঙা টিপ পরে
          সকলের মুখে হাসি
দেখি মা’র মুখ         দূর হ’ল দুখ
      মা কে বড়ো ভালোবাসি।