বর্ষা হলেই করি আবদার
খিঁচুড়ি ও তেলেভাজা
শুনে মা বলল, ‘তাই করে দেবো
ঘরে আছে লাগে যা যা।’


ঘরে ছিল চাল ডাল-ফুলকপি
আর কিছু আলু বিন
তাতেই রান্না করবে খিঁচুড়ি
মন আজ বেদুইন।


আকাশে মেঘের ঘনঘটা বেশ
ছুটি নিয়ে বাবা ঘরে
মজা করে খাব একসাথে বসে
সকলে আয়েস করে।


বেগুনি পাঁপর ইলিশের পেটি
বাদ নেই চাটনিও
বলে দিল বাবা আর দিয়ে যেয়ো
নুন লেবু সাথে ঘিও।


ডাকল এবার তোরা চলে আয়
থালাতে দিয়েছি ঢেলে
আমি বলি মা কে আজ নয় পরে
খাব সবে তুমি এলে।