বর্ষার কোলাব্যাঙ
জয়শ্রী কর


বর্ষাকালে গ্যাঙর গ্যাঙর
ডাকছে কোলা ব্যাং,
খোকনসোনা ঘোলা জলে
নাচছে ড্যাড্যাং ড্যাং।


কোলা এসে মারল লাথি
অমনি দিল ছুট,
প্রাণটা নিয়ে ফিরল ঘরে
রইল পড়ে বুট।


গিয়ে দেখে ঘরের কোণে
জ্বলছে দুটো চোখ,
বাইরে বিপদ ঘরেও বিপদ
গিলছে খোকা ঢোক।


© জয়শ্রী কর