বেলাশেষে
জয়শ্রী কর


বেলাশেষে বারে বারে ডাকিছে কোয়েল কারে
কাতর কণ্ঠে তরুশাখে?
অস্তাচলের রবি এঁকে চলে শুধু ছবি
বলাকারা ফেরে ঝাঁকে ঝাঁকে।


মধুময় গোধূলিতে কত রং প্রকৃতিতে
লালে লাল এখন আকাশ
পদ্মপাতায় জল বাতাসেতে টলমল
ভ্রমরেরা করে ফিসফাস।


ঝিরিঝিরি ঝরে বারি সবুজ গাছের সারি
আলো-ছায়া ঢেউ খেলে জলে
কপোত-কপোতি তীরে পাখিরা গাছের নীড়ে
বসে আছি আমি তরুতলে।


ফুটে আছে বুনো ফুল শিস দেয় বুলবুল
ভেসে আসে সুমধুর ঘ্রাণ
ওই শোনা যায় শাঁখ ঝিল্লিরা দেয় ডাক
শোভা দেখে ভরে মন প্রাণ।


© জয়শ্রী কর