ভাঙা মন
জয়শ্রী কর


কেমন করে বাঁচবে শিশু
মনে গভীর ক্ষত
তাঁর শৈশব নিচ্ছে কেড়ে
হিংস্র বাজের মতো।


চারিদিকে চলছে গুলি
যুদ্ধ হানাহানি
কত স্বপ্ন ভেঙে চুরমার
ফুলদানি ছাইদানি।


শিক্ষাক্ষেত্রেও রন্ধে রন্ধ্রে
ধরেছে ঘুণপোকা
ধরনারত কয়েক শত
মন্ত্রীও দেয় ধোঁকা।


দিনে দিনে বাড়তে থাকে
মার জঠরে কুঁড়ি
ফোটার আগেই অকালমৃত্যু
দেয় না হামাগুড়ি।


এর প্রতিকার করার দিকে
নজর দেবে যারা
আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে
দুর্নীতিতে  তাঁরা ।


© জয়শ্রী কর