ভারতের স্বাধীনতা
জয়শ্রী কর


ভারতমাতার পায়ের বেড়ি
ভাঙতে হবে আয় রে ভাই
সেজন্য প্রাণ দিতেও রাজি
মা'র হাসিমুখ দেখতে চাই।


কত কুসুম ঝরল ভুঁয়ে
শূন্য হল মায়ের কোল
ভারতমাতা মুক্ত এখন
উঠেছে ওই কলরোল।


সবাই মিলে কম্বুকণ্ঠে  
বল রে বন্দেমাতরম
পতপত ওড়ে খুঁটির ওপর
পতাকা কী অনুপম।


নবীন প্রবীণ আত্মহারা
গাইছে পাখি সুখের গান
কাঙ্ক্ষিত জয় হাসিল হতেই
ভারতবাসীর জুড়ায় প্রাণ।


ভারতমাতার স্বাধীনতা
রক্ষা করা সবার দায়
শত্রু হানা রুখে দেব
দাগ যেন না লাগে গা'য়।