ভিজিয়ে দিল বৃষ্টি
জয়শ্রী কর


পুরো কাপড় ভিজে গেল ঝাপটা আগেপিছে
দাঁড়িয়ে গেলাম কিছু সময় একটা চালার নীচে।
মাঝে মাঝে দিচ্ছে ঝিলিক মেঘের বক্ষ চিরে
উঠল কেঁপে বসুন্ধরা পড়ল বুঝি শিরে।


রাস্তা ঘাটে জল জমেছে ফিরতে হবে ঘরে
গর্তে যদি পা পড়ে যায় তুলবে কে বা ধরে।
কচিকাঁচা খেলছে মাঠে করছে ছোটাছুটি
কেউবা আবার কাদা-জলে খাচ্ছে লুটোপুটি।


শব্দ শুনে মাঝে মাঝে উঠছি আমি কেঁপে
বাদল মেঘের ঘনঘটা বৃষ্টি এল ঝেঁপে।
গরম থেকে মুক্তি পেলাম বৃষ্টিধারা পেয়ে
দেরি দেখে ভাবছে ঘরে একলা ছোটো মেয়ে।


বিশাল আকাশ জুড়ে দেখি রামধনু এক আঁকা
কালো মেঘের আস্তরণে তখন ছিল ঢাকা।
ফিরে দেখি মেয়ে আমার ভাবছি কী আনমনে
দোতলাতে সিঁড়ির পাশে একান্তে নির্জনে।