ভূতের ছড়া
জয়শ্রী কর


ভূতের ছড়া লিখবো বলে
জেগে কাটাই রাত,
গা-ছমছম করছে আমার
কাঁপছে ভয়ে হাত।


রিমঝিম-ঝিম ঝরছে বারি
ঝিঁঝি পোকার ডাক,
গাছের পাতা উঠছে দুলে
ঠিক আছে মৌচাক।


হঠাৎ দেখি ঘরের কোণে
কী একটা ঝিকমিক,
ভাবছি বুঝি ভূত ঢুকেছে
জানলা দিয়ে ঠিক ।


দেখছি বসে চুপটি করে
কোনদিকে ও যায়,
আমার দিকেই এগিয়ে এল
অলস দুটি পা'য়।


আকাশজুড়ে ক্ষণপ্রভা
মারলো ঝিলিক যেই,
জোনাকিটা জানলা গলে
উড়ল নিমেষেই।


© জয়শ্রী কর