.         বৈশাখী ঝড়
           জয়শ্রী কর


বোশেখ মাসে এক বিকেলে
       উঠল ভীষণ ঝড়
    ঝমঝমিয়ে বৃষ্টি এল
      বজ্রপাত কড়কড়।


   এক ঘন্টার বৃষ্টিধারায়
      ডুবল মাঠের ধান
  কেমন করে তুলবে ঘরে
    ব্যাকুল চাষির প্রাণ।

   রাস্তাঘাটে জল জমেছে
       নষ্ট মাচার গাছ
উজান বেয়ে পাখনা মেলে
       ছুটছে কত মাছ।


  কষ্ট ভীষন পাখির ছানার
     কোথায় মাথায় ছাত
মা তো ওদের আগলে রেখে
     জেগে কাটায় রাত।

    গাছের খুশি বাঁধনহারা
       পেয়ে শীতল জল
   গরম থেকে রেহাই পেল
        ভিজল ধরাতল।