পথের পাশে বট দাঁড়িয়ে সাজের ঘনঘটা
সবুজ পাতায় শরীর ঢাকা গায়ে রবির ছটা।
চতুর্দিকে নিবিড় শাখা পাখির বাসা ডালে
ক্লান্তি নিয়ে ফিরবে নীড়ে সূর্য মুখ লুকালে।
ঝড়ো হাওয়ায় দুলছে শাখা দাঁড়িয়ে এলোকেশে
আকাশজুড়ে চিত্র এঁকে বিজলি ওঠে হেসে
বর্ষাকালে পাখপাখালি থাকে বড়ই সুখে
ক্লান্ত পথিক ছায়ার খোঁজে আসে মলিন মুখে।