ব্যাঙের বিয়ে
জয়শ্রী কর


কোলাব্যাঙের বিয়ে হবে সোনাব্যাঙের সাথে
সেজেগুজে বরযাত্রী এল শ্রাবণ-রাতে।
ঝমঝম ঝম বৃষ্টি পড়ে দেখতে গিয়ে ভিজি
আলের উপর ছাদনাতলা সানাই বাজায় ঝিঁঝি।


জোনাক জ্বালায় আপন বাতি গান ধরেছে পুষি
হুতুমপেঁচা মন্ত্র পড়ে দেখে সবাই খুশি।
উদবিড়ালীর মাছ আনতে  হল বেজাই দেরি
ইলিশ এবং ভেটকি দেখে হর্ষ বিড়ালেরই ।


নেংটি ইদুর সাঁতার কেটে আনল মিষ্টি হাঁড়ি
পালকি চড়ে সোনা ব্যাং আজ যাবে শ্বশুর বাড়ি।
খাওয়া-দাওয়ার পর্ব শেষে দলবেঁধে সব আসে
অন্ধকারে বর আর বউ জড়িয়ে দুজন হাসে।


© জয়শ্রী কর