সারা রাত হাসিমুখে
থাকে চাঁদমামা
চারিদিকে চোখ তার
গায়ে সাদা জামা।

জানালার ফাঁক দিয়ে
ঢোকে ঘুম-রাতে
ঢেলে দেয় কত আলো
সারা বিছানাতে।

অবিরাম ঝরে পড়ে
ঝকঝকে আলো
তমসার হয় নাশ
মুছে যায় কালো।

চাঁপা যুঁই বকুলের
ডালে ডালে ঘোরে
প্রাণ খুলে কথা বলে
চলে যায় ভোরে।