দাঁড়িপাল্লা আর বাটখারা
জয়শ্রী কর


দাঁড়ি আর বাটখারা ওরা সহোদর
জীবনের সাথি ওরা চালায় সফর।
বিকিকিনি লেনদেন সবেতে ওজন
ঠিক কিনা দেখে নিতে পারে লোকজন ।


ছোটো ছোটো ব্যবসায়ী দাঁড়ি ছাড়া কানা
কেমনে জিনিস দেবে সে পথ অজানা।
দাঁড়ি ছাড়া বেচাকেনা কীভাবে যে হবে
তার পথ জানা নেই এই মহা ভবে ।


আজকাল চালু আছে ভিজিটাল দাঁড়ি
ব্যবহার করে ছোটো বড় কারবারি।
সময়ের সাথে সাথে দিন বদলায়
পুরোনোকে পিছে ফেলে নতুনকে চায়।


সমাজের প্রয়োজনে দাঁড়ি বাটখারা
এ রকম প্রথা চালু করেছিল কারা?
সময়ে বাতিল হবে ছিঁড়ে যাবে টান
একদিন এ যুগের হবে অবসান।


© জয়শ্রী কর