অভিধানে পাচ্ছে শোভা সহিষ্ণুতা
ভালোবাসার মর্মটুকু বোঝে না কেউ
কথার ঝাঁজে ফোসকা পড়ে কী উষ্ণতা
বাঁচাবে কে উঠবে যখন সুনামি ঢেউ।


জ্বলছে আগুন তাইতো খরা ধরার বুকে
পড়ছে চাপা কত জীবন লাভাস্রোতে
লাগামছাড়া বাকবিতণ্ডা নিত্য মুখে
লিপ্ত এখন মানব হৃদয় বিদ্রোহতে।


উসকে দিয়ে লুটছে মজা আড়াল থেকে
কল্পকুসুম শ্রদ্ধাভক্তি উবেই গেছে
একই রা’তে সব শিয়ালই ওঠে ডেকে
তিলক কেটে পুজোর নামে যাচ্ছে নেচে।


কেমন করে সভ্য হবে মানবজাতি
লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়ে পড়ছে কেটে
ঘুরে বেড়ায় লজ্জা ঢেকে ফুলিয়ে ছাতি
এমনি করে মনের খিদে ওদের মেটে।