ইদ মোবারক
জয়শ্রী কর


কাঁদছো কেন সোনামণি
আমায় তুমি বলো,
'কদিন পরে ইদ উৎসব
দোকানে মা চলো।'


পাশের বাড়ির তাহের, রিয়া
নতুন পোশাক পরে,
ইদের নামাজ পড়তে যাবে
ডাকছে ওদের ঘরে।


নতুন জামা জুতো পরে
যাবো ওদের সাথে,
খুশির ইদে মাতবো সবাই
মিঠাই দেবে হাতে।


চিত্তে থাকা কু-গুলোকে  
দেবে তো কোরবানি,
হাসিমুখে তবেই আল্লাহ
নেবেই বুকে টানি।


নামাজ-শেষে পবিত্র মন
দীনের সেবা করে,
মুসলিমদের শ্রেষ্ঠ উৎসব
সবার ঘরে ঘরে।


© জয়শ্রী কর