গীতিকবিতা: গোধূলিবেলা
জয়শ্রী কর


সাঁঝের আকাশ রাঙিয়ে দিল অর্যমা লাল রঙে  
গাছগাছালি আবির মেখে নাচছে কত ঢঙে।
বাগিচাতে লক্ষ ফুলের মেলা  
ডিসেম্বরে খুবই ছোটো বেলা
সাঁঝের আকাশ রাঙিয়ে দিল অর্যমা লাল রঙে।


আলোছায়া ঢেউ খেলে যায় জলে
চোখের পাতায় কত স্বপ্ন আঁকা
বলাকারা উড়ছে গগন তলে
মনক্যামেরায় দৃশ্য ধরে রাখা


পাখির কূজন এখন বনে বনে
শুনছি আমি একাকী নির্জনে
সাঁঝের আকাশ রাঙিয়ে দিল অর্যমা লাল রঙে।