হাঁদুরাম মুড়ি ভেজে
ভরে রাখে বস্তায়
কম দামে বেচে দিয়ে
মনে মনে পস্তায়।

সুটকেসে টাকা রেখে
মাঠে গিয়ে জল দেয়
সেই ফাঁকে বউ তাঁর
মানিব্যাগ ভরে নেয়।

ফিরে দেখে টাকা কম
জুড়ে দেয় চিত্কার
পড়শিরা ছুটে আসে
ঘরে নেই বউ তাঁর।

রিকশাতে ফেরে বউ
হাতে ব্যাগ ভর্তি
হাঁদুরাম তেড়ে যায়
ব্যাগ দেখে ফুর্তি।

বউ বলে খেতে চল
রোজ পাও কষ্ট
পোলাও এনেছি আজ
হয়ো নাকো রুষ্ট।