হাতঘড়ি
জয়শ্রী কর


হাতঘড়িটা হাতে বাঁধি  
কলেজ-জীবন থেকে
ঠিক সময়ে কলেজ যেতাম
ঘড়ির কাঁটা দেখে।


বাবার দেওয়া হাতঘড়িটা
হৃদয়ে দেয় দোলা
কী আনন্দ তখন আমার
যায় কখনো ভোলা?


নতুন ঘড়ি পেয়ে তখন
মা'কেই আগে ডাকি
প্যাকেট খুলে দেখিয়ে দিয়ে
যত্ন করে রাখি।


হাতঘড়িকে হাতে বাঁধার
রেওয়াজ ছিল আগে
সময়মতো কোথাও যেতে
খুব দরকার লাগে।


মুঠোফোনের যুগে এখন
ক'জন পরে হাতে
প্রয়োজন নেই ঘড়ি পরার
মোবাইল রয় সাথে।


© জয়শ্রী কর