হনুমান লাফ দেয় দুপদাপ ছাদে
বুক করে দুরুদুরু ভয়ানক নাদে।
বেজে ওঠে ঝনঝন গোয়ালের চালা
হাঁক দেয় সবে মিলে পালা ওরে পালা।
মুখে কোনো রা-টি নেই ছানা কোলে করে
এছাদ-ওছাদ ঘোরে খাবারের তরে।
ছানারা সাহসী বেশ ধরে রাখে বুকে
হেলদোল নেই কোনো থাকে বেশ সুখে।


গাছে ঘুম গাছে বাস তুলতুলে গা-টি
পোকা বেছে রাখে ওরা দেহ পরিপাটি।
যখন যা পায় খায় ফল লতাপাতা
ছানাদের আগলায় শুধু তার মাতা।
কাছে এলে বীর হনু সরে যায় দূরে
বিপদ আসতে পারে যদি দেয় ছুঁড়ে।