ইদের বারতা
জয়শ্রী কর


রমজান মাস এল কাটাতে আঁধার
আল্লার নামগান দিনে বারবার।
নির্জলা উপবাস চলে সারাদিন
একমাস রোজা রেখে শোধ করে ঋণ।


ধনী-দীন সকলের গায়ে নব সাজ
মসজিদে প্রার্থনা ইদের নমাজ।
আল্লা নামের বীজ করে পাপ নাশ
মলিনতা দূর করে শুদ্ধির মাস।


কোলাকুলি করে সব ভুলে অভিমান
ছোটো বড় নয় কেউ সকলে সমান।
কোরানের বাণী ঠোঁটে রহমত লাভ
সংযত আচরণ বিনয়ী স্বভাব।


দানধ্যান জীবসেবা কৃতার্থ মনে
মিলনের উৎসব  প্রীতিবন্ধনে।
নয়নে দিব্য জ্যোতি এল সুসময়
ভয় কী এগিয়ে যাও দেন বরাভয়।


মহাপুরুষের বাণী হবে না বিফল
প্রভু ছাড়া আমাদের জীবন অচল।
মিলেমিশে থাকি ভবে আমরা সবাই
মানুষ একটি জাতি ভেদাভেদ নাই।


@ জয়শ্রী কর