ঝরা ফুলদল
জয়শ্রী কর


আলপনা আঁকে যেন ঝরা ফুলদল
মুখ তুলে কচিপাতা রোদে ঝলমল
ফুলে ভরা কোনো গাছ পত্রবিহীন
আকাশের পানে চেয়ে যেন উদাসীন ।


কৃষ্ণচূড়াও দোলে গায়ে রং মেখে
শিস দেয় বুলবুল কবি গান লেখে
অশোক শিমুল বলে ফাগুনের মাস
রাঙিয়েছি বনভূমি তাই উল্লাস।


রূপসি ললনা আসে লাল শাড়ি পরে
ভালোবাসা দিয়ে প্রিয় মন জয় করে।
কোকিলের ডাক শুনে চঞ্চল মন
একান্তে পেতে চায় খোঁজে নির্জন ।


বাসন্তি রং মেখে রাধাচূড়া আসে
মন প্রাণ জয় করে ওরা অনায়াসে।
বসন্ত মধুমাস মন আনচান
দখিনায় ভেসে আসে ভাটিয়ালি গান।


© জয়শ্রী কর