জীবন মরণ
জয়শ্রী কর

জন্ম-মৃত্যু চিরসাথি হয়ে
থাকে বসে মুখোমুখি
অষ্টপ্রহর হিসেবনিকেশ
কেটে যায় আঁকিবুঁকি।

যত ক্ষণ প্রাণ শ্বাস-প্রশ্বাস    
মেটাই তৃষ্ণা-ক্ষুধা
কর্মশক্তি, বল পাই মনে
জোগান দেয় বসুধা।

জীবন, স্রোতস্বিনীর মতোই
সতত প্রবহমান
সুখ-দুখ-শোক-ব্যথা-বেদনায়
বেয়ে যায় সাম্পান।

মায়ামমতায় আষ্টেপৃষ্টে
জড়িয়ে আত্মহারা
জীবের ওপর প্রভাব ফেলেছে
চন্দ্র-সূর্য-তারা।

কী পুণ্য বলে পেয়েছি জীবন
ভারত মাতৃভূমি
হৃদস্পন্দন থামবে যেদিন
দুহাত বাড়িয়ো তুমি।

© জয়শ্রী কর