সিমলিপালে অভয়ারণ্য পশুপাখির বাস
পেটভরাতে ঘোরাঘুরি কোথায় খাদ্য ঘাস।
মা হাতিটা গাছের ছায়ে আয়েস করে শোয়
বাচ্চা হাতি শুঁড় দিয়ে মায়ের দেহ ছোঁয়।
গাছে গাছে বানরগুলোর নিত্য বিচরণ
হরিণ জানে বাঘের কাছে বিপন্ন জীবন।
সকাল হলেই রয় না নীড়ে পাড়ি অনেক দূর
সন্ধেবেলা পাখপাখালির উদর তো ভরপুর।
নদীর চরে কুমিরগুলো পোহায় শুয়ে রোদ
মরার মত পড়ে থাকে নয় ওরা নির্বোধ।
শেয়ালগুলো বেরোয় যখন ঘনায় অন্ধকার
পথের ধারে দেখতে পাবে চক্ষে আলো তাঁর।