কী সৌভাগ্য আমার
জয়শ্রী কর


ধরেছি সূর্য হাতে
দীপ জ্বালাবার নাহি প্রয়োজন
কুটিরে আজিকে রাতে।


ওম নেবো ভাগ করে
পাশাপাশি বসে কাটাবো রজনি
অধরে মাধুরী ঝরে।


'কোথায় লুকালো কালো!'
রাতজাগা পাখি শুধালো আমায়
'কোথা পেলে এত আলো?'


'সূর্য দিয়েছে ধরা
গোধূলিবেলায় তটিনীর তীরে,
তাই ঘর আলোভরা।'