কুঝিক্ ঝি্ক রেল
জয়শ্রী কর


হাঁটছে খোকা দিদির সাথে খুশিতে চনমন
চলনা দিদি তাড়াতাড়ি
দেখব গিয়ে রেলের গাড়ি
পথে নাই লোক জন।


রেলের চাকা ঘুরছে কেমন চলছে কুঝিক্ ঝিক্
ওই দেখ না উড়ছে ধোঁয়া
চললে ওকে যায় না ছোঁয়া
দেখছি দিকবিদিক্।


ডাকছে ডাহুক ঝোপে ঝাড়ে পথের পাশে কাশ
সোনা রোদে সবুজ হাসে
নীল আকাশে মেঘরা ভাসে
মাঠে সবুজ ঘাস।


ফেরিওয়ালা করছে ফিরি জড়িবুটির তেল
রুমাল-মোজা-মশলামুড়ি
ভেন্ডারে ফল-ফুলের ঝুড়ি
টানছে গাড়ি রেল।