মাছের আশায়
জয়শ্রী কর


বর্ষাকালে নদী নালা
কানায় কানায় ভরা
পথে ঘাটে জল জমেছে
সিক্ত শীতল ধরা ।


বৃষ্টি জলে উজান বেয়ে
চলছে মাছের খেলা
পুঁটি-ট্যাংরা-মাগুর-শিঙি
হরেক মাছের মেলা।


মাছ ধরবার নেশায় বিলুর
মন পড়ে না ঘরে
ছাঁকনি জালটা নিয়ে এখন
পুকুরে মাছ ধরে।


আমিষভোজী মাছ ধরছে
কলার ভেলায় চড়ে
শাকসবজি অপছন্দ
মাছ ছাড়া পেট ভরে!


কখন ধরবে রুপোলি মাছ
ধীবর আশায় থাকে
গহিন গাঙে দিচ্ছে পাড়ি
সাগর ওদের ডাকে।


© জয়শ্রী কর