কৃষ্ণচূড়ার রঙের ছোঁয়ায় অরণ্যে হিল্লোল
একুশ এলে ভেসে আসে ব্যথার কলরোল।
মায়ের ভাষা বাংলা ভাষা বলে তৃপ্তি পাই
এক সুতোতে বাঁধা আছি একযোগে গান গাই।
শিশুর মুখে প্রথম ফোটে মধুর মা-মা ডাক
রফিক-বরকত সালাম-জব্বার হৃদয়জুড়ে থাক।
বীর শহিদের রক্তধারায় রাঙল সবুজ ঘাস
অশ্রুসজল নয়ন মায়ের পড়ছে দীর্ঘশ্বাস।
জগৎখ্যাত বাংলা-কবি রবীন্দ্র-নজরুল
ভোরের আলোয় নয়ন মেলে রক্তাভ শিমুল।
এপার-ওপার ঐক্য-বাঁধন গর্বে ভরায় বুক
রক্ত মেখেও উদ্ভাসিত বাংলা মায়ের মুখ।