মাতৃস্নেহ
জয়শ্রী


সারাবেলা ঝরছে বারি
ঘরে খাবার নাই,
শিশু কোলে ছাতা মাথায়
চলছে পথে তাই।


গাছের সবুজ পাতা দেখে
আকুল শিশু-মন,
খুশি মনে চুষছে আঙুল
ভালোবাসার ধন।


যতই কষ্ট হোক না মায়ের
মুখ বুজে সব সয়,
মাঝে মাঝে আদর করে
আঁকড়ে ধরে রয়।


মায়ের কোলে শিশুরা পায়
অপার স্নেহ সুখ,
জননী তো  দেখায় ওদের
এই পৃথিবীর মুখ।


© জয়শ্রী কর